চবি প্রতিনিধি: ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাহজীব আলম মারুফের। সেই স্বপ্ন বাস্তবায়নে পড়াশোনা করছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। ইতোমধ্যে বিকেএসপি থেকে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মারুফ। তিনি হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার পশ্চিম পট্টি গ্রামের সমাজসেবী জাহাঙ্গীর আলমের ছেলে। চবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি বিশ্বমানের ক্রিকেটার হতে চান মারুফ।