Close

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নঃ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিবাদ

চবিঃ যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেন বঙ্গবন্ধু চত্বরে। একই সময় শহীদ মিনারের সামনে অবস্থান নেন কয়েকশ শিক্ষার্থী। এসময় নানা শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় চত্তর।

এদিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে মিছিল শুরু হলে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এতে যোগ দেন। পরে আরেক দল শিক্ষার্থী নিরাপদ

‘নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা’, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’ ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এমন শ্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী বলেন, ‘ঘটনা ঘটার চার দিন হয়ে গেলেও কর্তৃপক্ষ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। এভাবেই প্রকৃত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। আমরা দ্রুততম সময়ে এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে এখানে অবস্থান নিয়েছি। আমরা চাই দোষীদের শাস্তি হোক।’

তারা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু দিন ধরে পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোনো বিচার করছে না। তারা ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নই। আমর ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা চাই। সেই সঙ্গে ছাত্রী হেনস্তার তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।’

গত রবিবার রাতে হলে ফেরার সময় এক ছাত্রী ও তার বন্ধুর গতিরোধ করে পাঁচজন। তাদের বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে হেনস্তা করে। মোবাইলে ছবি তুলে পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ওই ছাত্রীকে তারা ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। পরে ওই ছাত্রী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। পরে হাটহাজারী থানায় মামলা করা হয়।

এর পর গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশনা দিলে ক্ষোভ আরও বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top