ওলেবিয়ে জিরুদের জোড়া গোলে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিয়েছে বর্তমান বিশ্বচ্যাপিয়ন ফ্রান্স। বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল। এর মাধ্যমে জিরুদের ফ্রান্সের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৫১ গোলের মালিক হলেন। দুর্দান্ত খেলেছেন এমবাপ্পে। সহজ দুটি গোল মিস না করলে পেতে পারতেন হ্যাটট্রিকও। একটি গোল করেছেন, অন্যকে দিয়ে গোলও করিয়েছেন। শুরুতে গডউইনের পা থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে ফ্রান্স। এরপর র্যাবিওট ফেরান সমতা। মুহুর্মুহু আক্রমণে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ছিল বিপর্যস্ত। যেখানে আর্জেন্টিনা ২৩টি আক্রমণ করেছে সেখানে অস্ট্রেলিয়া মাত্র ৪টি আক্রমণ করতে পারে। ম্যাচের ৫৩ শতাংশ সময় বল ছিল ফরাসিদের পায়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রা শুরু হলো চ্যাম্পিয়নদের মতোই।
এমাবাপ্পের সহায়তায় এবার দ্বিতীয় গোল করলেন জিরুড। বাঁ দিক থেকে এমবাপ্পের ক্রস থেকে দারুণ হেডে বল জড়ান জালে। ৪-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। জিরুড ছাড়া বাকি দুটি গোল করেন র্যাবিওট ও এমবাপ্পে। এই গোলের মাধ্যমে ফরাসি জার্সিতে যৌথভাবে সর্বোচ্চ ৫১ গোলের মালিক জিরুড।
এমবাপ্পের গোলে ব্যবধান বাড়ালো ফরাসিরা। ৩-১ গোলে এগিয়ে আছে ফ্রান্স। এর আগে নিশ্চিত গোল মিস করেছেন। এবার আর সেই ভুল হয়নি। ৬৮ মিনিটে ডান দিক থেকে ডি বক্সের মাঝামাঝি জায়গায় আলতো শটে তুলে দেন। দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে বল জড়ান জালে।