Close

পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

ক্রিকেট বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতেছে লাল-সবুজের দল।

৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলার সুফল পেল তামিম ইকবালের দল। পাকিস্তানকে টপকে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠল বাংলাদেশ। সপ্তম অবস্থানে নেমে গেল পাকিস্তান।

লম্বা সময় ধরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাতে ছিল বাংলাদেশ। তবে, গত কয়েক বছরের জয়ে ধীরে ধীরে পয়েন্ট বেড়েছে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হলো লাল-সবুজের দলের। এ নিয়ে দ্বিতীয় বারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালেও একবার ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top