Close

ফলাফল ঘোষণার ২ ঘন্টা পর হাটহাজারীতে আরেক প্রার্থীকে জয়ী ঘোষণা

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি ফাতেমা শিল্পীকে (প্রজাপতি) জয়ী ঘোষণার পর সমর্থকদের আনন্দ মিছিলের শেষে মাত্র ২ ঘন্টার মাথায় পরাজিত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম (ফুটবল) কে ৩৩৭১৫ ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে।

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে সাজেদা বেগম কে জয়ী ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ২২ ভোট পেয়ে বিবি ফাতেমা শিল্পীকে বিজয়ী হয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা ঘোষণা করেন।

তখন ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম নির্বাচনে ১১ হাজার ৫৩ ভোট পেয়েছেন বলে ঘোষণাও দেয়া হয়েছিলো।

এর আগে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সংবাদ সূত্র: আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top