মনোতোষ বড়ুয়া, প্যারিসঃ শনিবার ( ৯ সেপ্টেম্বর ২০২৩) ফ্রান্স বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রে প্রথমবারের মত সংগীত শিক্ষা–চর্চার শিক্ষার্থীদেরকে নিয়ে সংগীত শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়।
ফ্রান্সে বসবাসরত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই ক্লাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেনফ্রান্স বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের বিহারধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, বিদর্শনাচার্য্য ড. বরসম্বোধি মহাথের মহোদয়। বিশিষ্ট তবলা বাদক রাহুল চৌধুরী সহ আরো উপস্থিত ছিলেন জনাব পরিতোষ বড়ুয়া, জনাবআকাশ বড়ুয়া, জনাব কানন বড়ুয়া, জনাব মনোতোষ বড়ুয়া সহ বিহারের দায়ক দায়িকা প্রমুখ।