চৌধুরী মারূফ অমিত, ফ্রান্স থেকেঃ ফ্রান্সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪) এ উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনাই হোক জন্মদিনের অঙ্গীকার করেন নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন নেতা-কর্মীরা। এ সময় ‘শুভ শুভ শুভদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন’ বলে স্লোগান দেন তারা।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শাসনামলে বিভিন্ন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো তুলে ধরেন। পাশাপাশি দেশে চলমান হত্যা, নৈরাজ্য, ভাংচুর, রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা, থানা লুট সহ মৌলবাদের উত্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি ষড়যন্ত্র করে দেশের মানুষকে বোকা বানিয়ে বাংলাদেশকে বানাচ্ছে জঙ্গি রাষ্ট্র। দেশের সাথে শেখ হাসিনার রয়েছে অটুট বন্ধন। বঙ্গবন্ধুর মত শেখ হাসিনাকেও বাংলাদেশ থেকে আলাদা করা যাবে না।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম প্রত্যাশা করেন, এ আঁধার অচিরেই কেটে যাবে, দেশে ফিরে আসবেন বাংলাদেশের ৫ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশের সমৃদ্ধি, বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, ফয়সাল ইকবাল, মঞ্জুর হাসান চৌধুরী সেলিম, জাকির হোসেন, আকিল ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু , জনস্বাস্থ্য সম্পাদক আলী আক্কাস,আকরাম হোসেন মিন্টু, কামাল পাশা, কামরুল হাসান সেলিম, রনি হাসান, কাইয়ুম রহমান, চৌধুরী মারূফ অমিত, নাসিম রানা, রাব্বী চৌধুরী প্রমুখ।