ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের এবারের লক্ষ্যও স্বপ্নের সোনালী ট্রফি। সেই লক্ষ্যে একধাপ এগিয়ে গেল এমবাপ্পে – গ্রিজম্যানরা। সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স।
১৪ ডিসেম্বর (১৫ ডিসেম্বর, বাংলাদেশ) রাত একটায় মরক্কোর মুখোমুখি হয় শক্তিশালী ফ্রান্স। শক্তির বিচারে ফ্রান্স এগিয়ে থাকলেও শুরু থেকেই ফ্রান্সের উপর প্রভাব বিস্তার করতে থাকেন মরক্কো। কিন্তু ম্যাচের ৪ মিনিটের মাথায় থিও হার্নান্দেজের অসাধারণ গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরই সাথে চলতি আসরে প্রথমবারের মতো বিপক্ষের খেলোয়াড় মরক্কোর জালে বল জড়িয়েছে।
শুরুতে গোল হজম করলেও দারুণ ফুটবল উপহার দিতে থাকেন মরক্কো। মরক্কোর অসাধারণ সব আক্রমণ রুখে দেয় ফ্রান্সের ডিফেন্ডার কিংবা গোলরক্ষক। প্রথমার্ধে বেশকিছু সুযোগ মিস করলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকেন মরক্কো।
ম্যাচে অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করলেও ফিনিশিংয়ে মরক্কোর দূর্বলতা ফুটে উঠেছে আজ। সেটিই ক্রমেই তাদের ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিলো। এরমাঝে ম্যাচের ৭৯ তম মিনিটে কোলো মুয়ানির দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স।
নির্ধারিত সময়ের অতিরিক্ত ৬ মিনিটেও গোল ব্যবধান কমাতে পারেনি মরক্কো। এরফলে ২-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় দলটির। এরই সাথে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিলো ফ্রান্স। ১৮ ডিসেম্বর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ফ্রান্স।