নোয়াখালী, চৌমুহনী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জনসাধারণের সম্মানে ঈদুল আজহার ৫ম দিনে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সৌজন্যে ঈদ পূর্নমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ জুলাই ২০২৩) চৌমুহনীর দুর্গাপুর ইউনিয়নের জেনুইন কমিউনিটি সেন্টারে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টার সময় থেকে বিকাল ৫টা পর্যন্ত আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে এই মিলনমেলা সর্বস্তরের জনসাধারণের পর্দাপণে ছিল মুখরিত। উপস্হিত সবাইকে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নেতা–কর্মী, চেয়ারম্যান–মেম্বার এলাকার গন্যমান্য ব্যক্তি পৌরসভার মেয়র কাউন্সিলরসহ অগনিত অতিথিদের সমাগম ঘটে। উপস্হিত সবার সাথে তিনি কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত অতিথিদের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম এই সুন্দর আয়োজনের জন্য এম এ কাশেমের ভূয়সী প্রশংসা করেন। দীর্ঘকাল প্রবাসে থেকেও যে এলাকার জনসাধারণের পাশে থাকা যায় এই স্বতফূর্ত অনুষ্ঠান তার প্রমাণ করে। এলাকার সর্বস্তরের জনসাধারণের সরব অংশ গ্রহণ ছিল অনুষ্ঠানের সৌন্দর্য।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এবিএম জাফর উল্লাহ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন জাবেদ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক চৌমুহনী পৌর সভার মেয়র আক্তার হোসেন ফয়সল প্রমুখ।
পূর্ণমিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে এম এ কাশেম বলেন, ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও আলোকিত নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমি ফ্রান্সে থেকেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য কাজ করেছি, এখন অবসর সময়ের বাকী জীবনটা বেগমগঞ্জের জনসাধারণের সেবা করে কাটিয়ে দিতে চাই। আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। জয়বাংলা।