Close

ভাষাপ্রেমীদের কাছে সি প্লাসটিভির সিইও আলমগীর অপু একজন আইডল

সমৃদ্ধির স্বর্ণদ্বার ও দেশের বাণিজ্যিক রাজধানী, বীর প্রসবিনী চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গুরুত্ব ও তাৎপর্য অন্য আর দশটি আঞ্চলিক ভাষা থেকে একটু আলাদা, আঞ্চলিকতায় চট্টগ্রাম একটি ঐতিহ্য ও  আত্মসম্মানে পরিপূরক এক সম্ভ্রান্ত জনপদ।

প্রকৃতির অপরূপ লীলা ভূমি চট্টগ্রামের  বাসিন্দাদের ভাষা হলো চাঁটগাইয়া যা চট্টগ্রাম এবং চাটগা নামেও পরিচিত যার একটি অঞ্চল বঙ্গোপসাগরের উপকূলে নির্মিত এবং বাণিজ্যবান্ধব কর্ণফুলী নদী দ্বারা বিভক্ত, এর সমৃদ্ধ সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য সহ হাজার বছরের ইতিহাস রয়েছে বৈচিত্র্যময়। অনেকে অনুমান করে যে ভাষাটি বাংলা ভাষার একটি উপভাষা কেননা এ ভাষায় বেশ কয়েকটি জাতির ও দেশের ভাষা মিশ্রিত।

গবেষণায় দেখা গেছে যে এ ভাষার ইতিহাস ছয় হাজার বছরেরও বেশি এবং বাংলার ইতিহাস মাত্র বারোশত বছরের।

এর সমৃদ্ধ ইতিহাস এবং ব্যাপক জনপ্রিয়তার সত্ত্বেও ভাষাটি তার নিজস্ব বর্ণমালা এবং লিখিত রূপ রেখার অভাবে এখনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি।এই অঞ্চলের ১৬ মিলিয়নেরও বেশি মানুষ চাটগাইয়া ভাষায় কথা বলে এবং এর সংখ্যা দিন দিন বাড়ছে।

চট্টগ্রামের মাটি মানুষের অনুভূতি ও ভাবধারা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে এ অঞ্চলের জনপ্রিয় গণমাধ্যম কর্মী আলমগীর অপু, চাটগাঁইয়া সাংবাদিক হিসেবে পরিচিত গোটা জনপদের কাছে।

২০১৬ সালে চাঁটগাইয়া ভাষার প্রচারের লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে C Plustv নামে একটি চ্যানেল তৈরি করেন। প্রথম দিকে চ্যানেলটি শুধুমাত্র চাঁটগাইয়া ভাষায় খবরের বিষয়বস্তু দেখত কিন্তু পরে নাটকের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু তৈরি করে। সঙ্গীত, পুঁথি, কবিতা এবং চাটগাইয়া সংস্কৃতির আরও অনেক শিল্পরীতির প্রচলন করে আলমগীর অপু।

ভাষা প্রচারের জন্য এটি জনপ্রিয় এবং কার্যকর হবে না বলে অনেকেই সন্দেহ পোষণ করলেও, চ্যানেলটি খুব শীঘ্রই চাটগাইয়া ভাষা এমনকি অন্যান্য ভাষার ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এখন প্রতিদিন, চ্যানেলটি ফেসবুকে ২ মিলিয়নেরও বেশি এবং ইউটিউবে ১ মিলিয়নেরও বেশি দর্শক দ্বারা অনুসরণ করা হয়।

গত ৭ বছরে চ্যানেলটি চাটগাইয়া ভাষায় হাজার হাজার অডিওভিজ্যুয়াল সামগ্রী আপলোড করেছে যার মধ্যে ২৫০টিরও বেশি বিষয়বস্তু ১০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। চ্যানেলটির সর্বাধিক জনপ্রিয় বিষয়বস্তু ফেসবুকে ৪৬ মিলিয়ন ভিউ এবং ইউটিউবে ১৩ মিলিয়ন ভিউ পেয়েছে।

২০১৬ সালে চাঁটগাইয়া ভাষায় কথা বলার লোকের সংখ্যার দিক থেকে বিশ্ব ভাষার র‌্যাঙ্কিং ৮৮তম অবস্থানে ছিল। যা গত ৭ বছরে ডিজিটাল প্ল্যাটফর্মে নানান ভিডিও, নাটক ও বিবিধ বিষয়বস্তুর সংখ্যার প্রভাবে ভাষাটি একটি উল্লেখযোগ্য উন্নতির সম্মুখীন হয়েছে, যার ফলে ২০২২ সালে এসে বিশ্ব র‌্যাঙ্কিং এ ৬৫তম অবস্থানে রয়েছে।

২৫ ফেব্রুয়ারী,২০২০ সালে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাতৃভাষা রক্ষণাবেক্ষণের লক্ষ্যে চাঁটগাইয়া ভাষা প্রচারে অসামান্য প্রচেষ্টা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কর্তৃপক্ষ সি প্লাসটিভিকে সম্মাননা সনদ প্রদান করে। C Plustv এর প্রধান সম্পাদক আলমগীর অপু সম্প্রতি ‘হাজারো প্রবাদ প্রবচনে চাটগা’ (হাজার প্রবাদে চাটগা) নামে একটি বই প্রকাশের মাধ্যমে চাঁটগাইয়া ভাষার প্রচার ও সংরক্ষণে আরেকটি সময়োপযোগী ও প্রশংসার যোগ্য উদ্যোগ নিয়েছেন।

বইটি চাটগাইয়া ভাষার এক হাজারেরও বেশি প্রবাদের সংকলন যার অধিকাংশই বিলুপ্তির পথে। ভাষার সুরক্ষা এবং সমৃদ্ধির লক্ষ্যে পাঠকদের খোঁজার জন্য বইটিতে অনুবাদ এবং ব্যাখ্যা সহ প্রবাদগুলি বাংলায় লেখা হয়েছে। আলমগীর অপু চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে অনেক বই এবং রুট লেভেল থেকে প্রবাদগুলো সংগ্রহ করেছেন।

একান্ত আলাপচারিতায় দি বাংলাদেশ টুডে কে আলমগীর অপু বলেন, আমি চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় চাঁটগাইয়া ভাষার একজন গর্বিত সন্তান। “চাটগাইয়া আমার মাতৃভাষা যা লিখিত রূপ ছাড়াই এই অঞ্চলের অন্যতম ধনী উপভাষা,”কিন্তু দুর্ভাগ্যবশত,বিদেশী সংস্কৃতির আগ্রাসন এবং এর প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাবে ভাষাটি তার জনপ্রিয়তা হারাচ্ছে” তিনি দীর্ঘশ্বাস ফেলে অপু বলেন যে, এই অঞ্চলের শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই আধুনিক অভিভাবকরা তাদের সন্তানদের কথা বলতে শেখাতে অনিচ্ছুক। এতে করে ভাষা ভাষাকে বিলুপ্তির জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

যেহেতু এই অঞ্চলে বাংলা শিক্ষার মৌলিক  মাধ্যম এবং প্রশাসনিক ভাষাও হয়েছে, বেশিরভাগ বাসিন্দাই দীর্ঘদিন ধরে বাংলাকে তাদের প্রথম ভাষা হিসেবে অগ্রাধিকার দিয়ে আসছে”

এই ধারা অব্যাহত থাকলে চাটগাইয়া ভাষা বিলুপ্তপ্রায় ভাষার তালিকায় স্থান পাবে যা আমাকে উদ্বিগ্ন করে তুলেছে”তিনি আরও বলেন এ ভাষাটিকে প্রচার ও জনপ্রিয় করার লক্ষ্যে একটি চাঁটগাইয়া ভাষার চ্যানেল তৈরির পরিকল্পনা নিয়ে বেরিয়েছিলাম।

“প্রথম দিকে অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল এবং স্থানীয় ভাষা প্রচারের জন্য আমার সমালোচনা করেছিল কিন্তু আমি আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং সফল হয়েছি” অপু তৃপ্তির সাথে বলেন,বইটি ভাষাকে বাঁচিয়ে রাখতে এবং বিলুপ্তপ্রায় প্রবাদগুলিকে ভাষার ভাষাভাষীদের মধ্যে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টার একটি অংশ” “আমরা বইটির একটি দ্বিভাষিক (ইংরেজি এবং বাংলা) সংস্করণ নিয়েও কাজ করছি যা ভাষাটিকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাবে”, তিনি আরও বলেন যে অন্যান্য ভাষার লোকেদের বুঝতে সাহায্য করার জন্য একটি অডিওভিজ্যুয়াল অ্যাপের বিকাশও চলছে যার নাম “ভাষা শিখুন”।

অপু আরো জানান, চাঁটগাইয়া ভাষার জন্য একটি বর্ণমালা প্রণয়নের কাজ চলছে এবং ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জনের জন্য শিগগিরই এটি প্রকাশ করা হবে।

প্রখ্যাত সমাজ বিজ্ঞানী এবং চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. অনুপম সেন, যিনি বইটির প্রকাশনায় নিজের মন্তব্যে লিখেছেন যে বই এবং অডিওভিজ্যুয়াল অ্যাপটি কেবল চাঁটগাইয়া ভাষাকে সমৃদ্ধ করবে না বরং এটিকে জনপ্রিয় করতেও সাহায্য করবে। বইটি বাংলা ভাষা ও অন্যান্য স্থানীয় ভাষার গবেষকদের নিজ নিজ ভাষার প্রবাদ-প্রবচন সংগ্রহ করতে উদ্বুদ্ধ করবে যা এই অঞ্চলের ভাষা সংরক্ষণের জন্য একটি অসাধারণ কাজ হবে।

একুশে পদক বিজয়ী ও চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন,আলমগীর অপু চাঁটগাইয়া ভাষার এক হাজার প্রবাদ সংগ্রহ করে বই আকারে প্রকাশ করে আঞ্চলিক ভাষার জন্য চিকিৎসার কাজ করেছেন। বইটি শুধু বইপ্রেমীদেরই আনন্দ দেবে না বরং শিক্ষার্থীদের ভাষা শিখতেও সাহায্য করবে

গোটা বইটি পর্যবেক্ষণ করে দেখা যায় বইটি পড়ে পাঠকরা কেবল চাটগাইয়া ভাষার প্রকৃত উপভাষা শিখতে সক্ষম হবেন না বরং অত্যন্ত খাঁটি প্রবাদ দ্বারাও বিনোদিত হবেন।বইটি এখন পাওয়া যাচ্ছে চট্টগ্রাম শহরের জনপ্রিয় লাইব্রেরী বাতিঘর এবং সি প্লাসটিভির কার্যালয়ে।

আলমগীর অপু। এডিটর ইন চীপ সি প্লাস টিভি। ফাইল ফটো
আলমগীর অপু। এডিটর ইন চীপ সি প্লাসটিভি। ফাইল ফটো

খবর: দ্য বাংলাদেশ টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top