রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন৷ বাকিংহাম প্যালেসকে উদ্ধৃত করে বিবিসি ৯৬ বছর বয়সে রানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷
এর আগে স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে রানিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানায়৷ রাজপরিবারের সদস্যরা বালমোরাল প্রাসাদে তাকে দেখতে যান৷
তখন বাকিংহাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়, ‘‘সকালে স্বাস্থ্য মূল্যায়নের পর রানির চিকিৎসকেরা তার স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেন৷”
বিবৃতিতে বলা হয়, রানি বিশ্রামে আছেন৷ যুবরাজ চার্লস তার স্ত্রী ডাচেস অব কর্নওয়ালের সঙ্গে বালমোরালে ছিলেন৷
৭০ বছর ব্রিটেনের সিংহাসনে থাকার পর ৯৬ বছর বয়সে রানির জীবনাবসান হলো৷