দোহারা গড়ন। বাদামি রঙের চুল। গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়ি। যেনো সদ্য ফোটা লাল গোলাপ। রোববার এমন বেশেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি দিয়েছেন রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। এখন বাংলাদেশেই অবস্থান করছেন সে। ছবিটার ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশের ট্রেডিশনাল পোশাকে।
ওটিলিয়া ব্রুমার বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তার। যাকে বলা হয় ‘বিলিয়নিয়ার খ্যাত গায়িকা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি।
দেশের একটি মুঠোফোন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা ওটিলিয়ার।