Close

সিডনিতে স্বাধীনতা দিবস উদ্‌যাপন

sydni

অস্ট্রেলিয়ার সিডনিতে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ উপলক্ষে ২৮ মার্চ সিডনির নিউ সাউথ ওয়েলস সংসদ ভবনে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস সংসদের স্পিকার জনাথন ও’ডেয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী জিওফ লি, রাজ্য সংসদের বিরোধীদলীয় নেতা ক্রিস মিনস ও মাল্টিকালচারাল এনএসডব্লিউর নির্বাহী প্রধান জোসেফ লা পোস্টা। এ ছাড়া অনুষ্ঠানে বেশ কয়েকজন সাংসদ, সরকারি বিভিন্ন দপ্তরসহ ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম, অন্যান্য পেশাজীবী এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট সদস্যরা যোগ দেন।

 অনুষ্ঠানে সরোদ ও বাঁশি পরিবেশন

অনুষ্ঠানে সরোদ ও বাঁশি পরিবেশন
ছবি: সংগৃহীত

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার জনাথন ও’ডেয়া বাংলাদেশের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ–অস্ট্রেলিয়া সম্পর্ক উত্তরোত্তর জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে অস্ট্রেলিয়ার জাতীয় ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন খাতে অবদানের জন্য অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ধন্যবাদ জানান। এ ছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বন্ধুভাবাপন্ন সম্পর্কের অতীতের মতোই ভবিষ্যতেও ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা। আয়োজনের শেষ পর্যায়ে নৃত্য, সরোদ ও বাঁশির পরিবেশনার মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়। অন্যদিকে, ২৬ মার্চ সিডনির বাংলাদেশ হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নানান কর্মসূচির শুরু হয় স্বাধীনতা দিবস উদ্‌যাপনের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের উন্নয়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top