Close

সেনাবাহিনীর হেফাজতে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাঁকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। তিনি ওই এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম-১১ আসনে টানা চারবারের সংসদ সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, এম এ লতিফ কয়েক দিন ধরে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন। আজ তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা হট্টগোল করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে আসেন। এ সময় বাড়িতে লোকজন ইটপাটকেল ছুড়েন।

এম এ লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। পরে বাসায় এলে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হতে থাকলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার জয়ী হয়েছেন তিনি। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এম এ লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top