রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি জয়বাংলা প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে সকাল ১০টায় অভিযান শুরু হয়।
চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় গরু ও গয়ালের খামারের ছয়টি শেড, একটি রেস্তোরাঁসহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। খামারে কোনো গরু বা গয়াল ছিল না।
অভিযান পুরোপুরি শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, আরেকটি বনভূমি এরশাদ মাহমুদের দখলে আছে।শিগগির সেটি উদ্ধারে অভিযান চালানো হবে।